কুলাউড়ার ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে রাস্তার উন্নয়ন কাজে ব্যবহৃত একটি ট্রাকের ধাক্কায় আজ ১২ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে অজ্ঞাতনামা (৫০) বৃদ্ধার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমঝুপ কবিরাজী রাস্তার উন্নয়ন কাজে ব্যবহৃত কংক্রিট বোঝাই ট্রাক ৫০ উর্ধ্ব এক বৃদ্ধা ভিক্ষুককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। নিহত বৃদ্ধার কোন পরিচয় পাওয়া যায়নি।
রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।