আশ্রমের ৪ কোটি টাকা মূল্যের জমি নিয়ে দুই পক্ষ মুখোমুখি
রাজনগরে আদালতের নির্দেশে মার্কেট নির্মাণ স্থগিত
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫, ৫:৪৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুরে জীউ আশ্রমের জমিতে মার্কেট নির্মাণ স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। জীও আখড়ার ভূমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এক পক্ষ আদালতে মামলা করলে আদালত মার্কেট নির্মাণ বন্ধের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফতেহপুর ইউনিয়নের বিলবাড়ি গ্রামে প্রায় ৩শ’ বছরের পুরনো ‘শ্রী শ্রী কানাই লাল জিউ আশ্রম’ রয়েছে। ওই আশ্রমে বিলবাড়ি, লামা বিলবাড়ি, যাত্রাপুর, ও তুলাপুর গ্রামের বাসিন্দারা ধর্মীয় অনুষ্ঠানাধি করে থাকেন। আশ্রমের পার্শবর্তী খেয়াঘাটবাজারে আশ্রমের নামে ১১নং জেএল এর ৬৫৫৬ দাগে ৪ কোটি টাকা মূল্যের ৩৪ শতক জমি রয়েছে। ওই আশ্রমকে কেন্দ্র করে একটি কমিটি সৃষ্টি করে আশ্রমের মূল্যবান জমিতে মার্কেট নির্মাণের জন্য গত ১৯শে জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে একটি ‘প্রজেক্ট কমিটি’ বানিয়ে নেয়। তরিঘরি করে ওই কমিটি গত ২৮ জানুয়ারি মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। বিষয়টি নিয়ে ওই চার গ্রামের একটি পক্ষ মার্কেট নির্মাণের বিরোধীতা করে গণস্বাক্ষর করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় সনাতন ধর্মালম্বী সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। পরে এনিয়ে মৌলভীবাজার ১নং জেলা যুগ্ন জজ আদালতে আশ্রমের কমিটি এবং জেলা প্রশাসক ও ইউএনওকে বিবাদী করে একটি পক্ষ মামলা (২১/২০১৫) করে।
ওই মামলার শুনানী শেষে আদালত আশ্রমের জমিতে মার্কেট নির্মাণ বা কোন ধরনের রুপান্তর কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না বলেন, আমি রাজনগরে নতুন এসেছি। বিষয়টি আমার পুরো জানা নেই। আমি বিষয়টির খোঁজ নেব।