কমলগঞ্জে সিলেটগামী জয়ন্তিকা’র চারটি বগি বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫, ৫:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি বগি বিচ্ছিন্ন হলে মূল ইঞ্জিনসহ বাকি বগি চার কিলোমিটার সামনে চলে গিয়েছিল। গতকাল রোববার সন্ধ্যায় লাউয়ারছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এছাড়া ওই লাইনে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাউয়ারছড়া জাতীয় উদ্যানে পাহাড়ি খাড়া রেললাইন অতিক্রম করছিল। ওই সময় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ও সংযোগকারী লক ছিড়ে গিয়ে পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর ওই চারটি বগি পেছনের দিকে খাড়া ঢালু পথে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে শাপলাবাগ স্টেশনে গিয়ে থামে।
ফয়জুর রহমান আরও জানান, ট্রেনের সামনের অংশ ভানুগাছ স্টেশনে গিয়ে থামলে পেছনের চারটি বগি না থাকার বিষয়টি ধরা পড়ে।
এরপর বগি চারটি টেনে শ্রীমঙ্গলে স্টেশনে আনা হয়। রাত ৮টার দিকে বগিগুলোকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করার কাজ করা হয়। বগিগুলো নিয়ে রাত ৮.৪০ দিকে সিলেটের উদ্দেশে ট্রেনটি ছেড়ে গেছে।