বর্ষবরণে যৌন-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বর্ষবরণে টিএসসি এলাকায় সঙ্ঘবদ্ধ বর্বরোচিত যৌন-নিপীড়নের ঘটনায় নিপীড়কদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার ও দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচার চেয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল ১০ মে রোববার ১০ মে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখা এই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি কামরুল হাসান মিজু, সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায় সাজু, সহসভাপতি প্রশান্ত দেব, সাংগঠনিক সম্পাদক রনি পাল প্রমুখ।