মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ১০:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘পরিযায়ী পাখির আবাসস্থল জলাভূমি সংরক্ষণ করি’— প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মাধ্যমে মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৫ উদযাপন করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহয়োগীতায় আজ শনিবার দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে সরকারি প্রতিষ্ঠানসহ পরিযায়ী পাখির ছবি সম্বলিত ও জনসচেতনতা মূলক ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজারের সাইফুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয় ।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক মো. আকবর হোসেন। আরো বক্তব্য রাখেন আই ইউ সি এন বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দেব, পুলিশ সুপার তোফায়েল আহমদ, পাখি বিশেষজ্ঞ এনাম আল হক প্রমুখ।
সভায় বক্তরা বলেন, মৌলভীবাজারে অবস্থিত হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওর, বাইক্কা বিল, বনাঞ্চলসহ জেলার সবগুলো হাওর, বিল ও বনে কম-বেশি সব সময় পারিযায়ী পাখি বসবাস করে। কিন্তু কিছু অসাধু মানুষ ব্যক্তিগত স্বার্থে এইসব পরিযায়ী পাখির আবাসস্থল ধ্বংস করছে । বিষের টোপ ও জাল দিয়ে পাখি ধরে হত্যা ও লুকিয়ে বিক্রি করছে কেউ কেউ। পাখির আবাসস্থল ধ্বংসকারী ও হত্যাকারীদের দমনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে জন সচেতনা বৃদ্ধির উপর জোড় দেন বক্তারা। এ ছাড়া সভায় পরিবেশ বান্ধব বিদুৎ লাইন স্থাপনের প্রস্তাব দেয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির আবাসস্থল জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষনে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগের পাশাপাশি স্থানীয় জনগনকে এগিয়ে আশার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপনা করেন বাংলাদেশ বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।