ধর্মপাশায় কালবৈশাখীতে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড, বজ্রপাতে ১জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ও আধা পাঁকা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। এসময় বজ্রপাতে ১ জন প্রাণ হারিয়েছন। গতকাল ৮ মে শুক্রবার সকাল ৮টার দিকে এলাকার উপর দিয়ে প্রচণ্ড বেগে এ কালবৈশাখী ঝড় হানা দেয়।
জানা যায়, কাল বৈশাখী ঝড়ের সময় সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আলমগীর (৪৫) বাড়ী সংলগ্ন পুকুরে গোসল সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল মিয়া জানান, তার ইউনিয়নের বাবুপুর, নূরপুর, বেড়ীকান্দী, আসমতপুরসহ অন্যান্য গ্রামের প্রায় অর্ধশতাধিক কাঁচা ও আধা পাঁকা টিনশেড ঘরবাড়ী লন্ডভন্ড হয়েছে। সুরমা নদীর তীরে অবস্থিত বাবুপুর ও নূরপুর গ্রামের ১০/১৫টি টিনশেড ঘর দুমরে মুচড়ে নদীতে ফেলে দিয়েছে।