কুলাউড়ায় জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াত সেক্রেটারি ও ১ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা গাড়ি ভাংচুর, গাড়ি পোড়ানোসহ একাধিক মামলার পলাতক আসামী।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজারের মুসলিম এইড হাসপাতালের পেছনের একটি দোকান থেকে (পশ্চিম শাখার) সেক্রেটারি মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করে কুলাউড়া পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা গাড়ি ভাংচুর,পুড়ানোসহ তিনটি মামলার পলাতক আসামী।
কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জামায়াত নেতার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কুলাউড়া উপজেলা থেকে ইসলামি ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম (২৬) কে শিবিরের গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ মে শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে দাউদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে একই ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো.মতিয়ার রহমান গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, তরিকুল ইসলাম কুলাউড়া শহরস্থ মিলিপ্লাজার সম্মুখে দিনের বেলা প্রকাশ্যে গাড়ি ভাঙচুরসহ কয়েকটি অভিযোগের তালিকাভুক্ত পলাতক আসামী। শিবিরের নাশকতার তাণ্ডব তার নেতৃত্বে হয়ে থাকে, তাই প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।