কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আসরে বন্ধ হলো বাল্য বিয়ে
প্রকাশিত হয়েছে : ৮ মে ২০১৫, ৯:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল ৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ১৮বছর পূর্ণ হবার পর বিয়ে করার মুচলেকা দিয়ে রক্ষা পান বর।
জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের কামাল আহমেদের মেয়ে পাপিয়া সুলতানা পিয়ারার (১৬) সাথে রাউৎগাঁও ইউনিয়নের আমরু মিয়ার ছেলে রাজন আহমদের বিয়ে ছিলো বৃহস্পতিবার। বিয়ের দিনক্ষণ ও সব প্রস্তুতি সম্পন্ন ছিলো।
স্থানীয়রা জানান, বরযাত্রীও সময় মতো উপস্থিত হন। খাওয়া-দাওয়াও সম্পন্ন হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে বিয়েটি বন্ধ করেন।
এসময় উভয় পরিবারের সম্মতিতে বর রাজন আহমদ কনের ১৮বছর পূর্ণ হবার পর বিয়ে করবেন বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ফিরে যান।
এব্যাপারে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সর্ব সম্মতিক্রমে বরকে কনের ১৮বছর পূর্ণ হবার পর বিয়ে করবেন বলে লিখিতভাবে প্রতিশ্রুতি আদায়ের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়েছে।