মৌলভীবাজারে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৮ মে ২০১৫, ১০:০৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৮ মে শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ভাইস চেয়ারম্যান এ.এম.ইয়াহিয়া মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
এ সময় বাংলাদেশ ইউনিট সেক্রেটারি এম সাহাবউদ্দীন, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের আজীবন ও যুব সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক , শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।