আহাদ চৌধুরী সভাপতি ও তোফায়েল সাধারণ সম্পাদক
মৌলভীজারে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের কাউন্সিল সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ৮ মে ২০১৫, ১০:৪০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মে শুক্রবার বিকাল ২টার সময় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আব্দুল আহাদ চৌধুরীকে সভাপতি তোফায়েল আহমদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাতব্বর হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. খছরু মিয়া চৌধুরী, তোফায়েল আহমদ, আব্দুল মালিক, নাজমুল হক মুকুল, সুরৎ চন্দ্র সিংহ, শরীফ উদ্দীন লিটন, জাহেদুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।