সিলেটে ওষুধ বিক্রয়কর্মীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬ মে ২০১৫, ১১:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে আতিকুর রহমান (৩৭) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয়কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৬ মে বুধবার দুপুর দেড়টার দিকে নগরের পাঠানটুলা বন্ধন আবাসিক এলাকার বি-ব্লকের ২৯ নম্বর ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিক এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আজিম উদ্দিন।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ওষুধ কোম্পানির বিক্রয়কর্মীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি স্বীকার করে জানান, বাসার স্টোর রুমে তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখে স্বজনরা আতিককে উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।