গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষ: নিহত ৪, আহত ৮
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০১৫, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাটে আজ মঙ্গলবার ট্রাক ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ ৫ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড় এবি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুরের সেনদিয়া ঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হন। হতাহত ব্যক্তিরা নসিমনের যাত্রী ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন নোয়া খান (৫০), মিরাজুল ইসলাম (৫০), কানাই ওঝা (৪০) ও কামনা বিশ্বাস (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল যাচ্ছিল। নসিমনটি মাদারীপুরের টেকেরহাট থেকে মুকসুদপুরের ছাগলছিড়ায় যাচ্ছিল। মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।