আজ বায়তুল মোকাররমে শহীদ বেরলভী (র.) স্মরণে সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০১৫, ১২:১৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ৬ মে বুধবার সকাল ১১ টায় হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর ওফাত দিবস উপলক্ষে বালাকোট চেতনা উজ্জবীন পরিষদের আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়নে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ।
বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের আহ্বায়ক মাওলানা কবি রূহুল আমীন খানের সভাপতিত্বে ও বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব মাওলানা ড. আহমদ হাসান চৌধুরীরর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দীন।
বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ হুছামদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, শাহ মোহাম্মদ আহসানুজ্জামান, অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা সৈয়দ শরাফত আলী।