শ্রীমঙ্গলে প্রায় ১২কোটি টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৫, ১০:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ দখলদারের কাছ থেকে গুরুস্থান ও পাহাড়ী ছড়াসহ প্রায় ১২কোটি টাকা মূল্যের ২ একর সরকারি ভূমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৪ মে সোমবার দুপুর ১২টা থেকে বিকেলে পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযানে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ আবাসিক এলাকায় সরকারের খাস খতিয়ানভুক্ত প্রায় প্রায় ২একর ভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভূমির মধ্যে রয়েছে প্রায় এক একরের গুরুস্থান ও ছড়ার পাড়ের পরিত্যাক্ত ভূমি। বাকি ৯২ শতাংশ পাহাড়ী ছড়া ও ছড়ার পাড়।
এ সকল স্থানে এক শ্রেণীর অবৈধ দখলদার বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগদখল করে আসছিল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হকের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভূমি নুরুল হুদা, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে।