বড়লেখায় ৮৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ৯:৩৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খরিপ-১/২০১৫ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল ২ মে শনিবার দুপুরে ৮৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা চত্বরে আয়োজিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ ।