বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
আজ রোববার দুপুরে নাসিরউদ্দিন পিন্টুকে রাজশাহী কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের জানান, নাসিরউদ্দিন পিন্টুকে আজ দুপুর ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পিন্টু তখনই মৃত ছিলেন।
পিন্টুর মারা যাওয়ার কারণ জানতে চাইলে একেএম নাসির বলেন, তিনি এ সম্পর্কে নিশ্চিত নন। তবে তাঁর ধারণা, হাসপাতালে আনার পথে বা কারাগারেই পিন্টু মারা গিয়ে থাকতে পারেন। লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হচ্ছে।
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এ ছাড়া অবৈধভাবে অস্ত্র লুণ্ঠনের দায়ে পিন্টুকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমদ পিন্টু এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়।