বক্সিং ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল লড়াইয়ে মেওয়েদার জয়ী
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ৬:৪০ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বক্সিং-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এক লড়াইয়ে আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার নিজের জয়ের রেকর্ডের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ হিসেবে অ্যাখ্যা পাওয়া এই ম্যাচে সর্বসম্মত সিদ্ধান্তে ৩৮ বছর বয়সী এই বক্সার হারিয়েছেন, ফিলিপাইনের আরেক বক্সার ম্যানি প্যাকুইয়াওকে।
১৯৯৬ সাল থেকে টানা ৪৮টি অপরাজিত মেওয়েদার বক্সিং-এ নিজের ডব্লিউবিসি এবং ডব্লিউবিএ শিরোপা ধরে রাখার পাশাপাশি প্যাকুইয়াওর কাছ থেকে ডব্লিউবিও বেল্ট কেড়ে নিলেন।
প্রায় সতেরো হাজার দর্শক সরাসরি এই লড়াই উপভোগ করেন। তাদের মধ্যে ছিলেন বহু নামকরা লোকজন। আর সারাবিশ্বে প্রায় ত্রিশ লাখ মানুষ এই বক্সিং দেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
টেলিভিশনে খেলা দেখতেও আমেরিকায় দর্শকদের একশো ডলার খরচ করতে হয়েছে।
এই ম্যাচের টিকেটের চড়া মূল্যের পরও বহু টিকেট পুনরায় বিক্রি করা হয়।
কেউ কেউ কালোবাজারিদের কাছ থেকে একটি টিকেট পেতে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত খরচ করেছেন।
টিকেটের গায়ে লেখা ছিল ‘দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি’।
লড়াই শেষে বিচারকদের বিবেচনায় স্কোর ছিল ১১৮-১১০, ১১৬-১১২ এবং ১১৬-১১২ ।