ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনেস্টবলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক কনেস্টবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান (২২)। সে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত আব্দুর সামাদের পুত্র।
জানা যায়, শুক্রবার বিকালে নিজের বসত ঘরের উপরে থাকা পানির ট্যাংকি পরিষ্কার করতে টিনের চালায় উঠেন আব্দুর রহমান। টিনের চালায় বিদ্যুতের ছেঁড়া লাইনে আব্দুর রহমান স্পৃষ্ট হন। টিনের চালে তার দাপাদাপির শব্দ শুনে পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রহমান ডাক ফাইল নিয়ে গত বৃহস্পতিবার সুনামগঞ্জে গিয়েছিল। সেখানে থেকে গ্রামের বাড়িতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।