দক্ষিণ সুনামগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, বৃদ্ধসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ৯:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায়। জানা যায়, দিরাই থেকে একটি ট্রাক ২০-২৫ জন ধান টাকার শ্রমিক নিয়ে ধান বোঝাই করে সুনামগঞ্জের ছাতকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাই-মদনপুর সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী এলাকায় পৌঁছুলে ট্রাকটির সাথে দিরাইগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকটি (ঢাকা মেট্রো-ন ১৪৮৭১২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওসিউর রহমান (৭০) ও নেপুর আহমদ (৩০)। নিহত দু’জনই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পোরাংকু গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- পোরাংকু গ্রামের ফজলুল করিমের ছেলে আলী আহমদ (৩০), আয়েত আলীর ছেলে রফিক মিয়া (২৮) ও সোনাবর আলীর ছেলে সমর মিয়া (২৮)।
তাৎক্ষনিক দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক ও বাসটি আটক করেছে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।