দিরাইয়ে বজ্রপাতে ২জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৫, ৫:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আব্দুল কাদের (১৮) ও হরি ভক্ত দাস (৪৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ ২ মে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল কাদের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং হরি ভক্ত দাস একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদের উপজেলার ভাটিপাড়া গ্রামের পাশের বাড়ির বোরো ধান কাটতে কালিগুটা হাওরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের পাশের হাওরে ধান কাটতে গেলে একই সময়ে বজ্রপাতে হরি ভক্ত দাসও মারা যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।