তামিম, ইমরুলের বীরত্বে খুলনা টেস্ট ড্র
প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
তামিম ইকবালের দ্বিশতক ও ইমরুলের শতকে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট ড্র করেছে বাংলাদেশ।
পাকিস্তানের কাছে আগের আট টেস্টেই হেরেছিল বাংলাদেশ। মিসবাহ-উল-হকের দলে সঙ্গে ড্র তাদের জন্য বড় অর্জনই।
দেড়শ’ রানে পৌঁছে ফিরে যান ইমরুল কায়েস। জুলফিকার বাবরের বলে এগিয়ে এসে তুলে মারতে গিয়ে লংঅফে বদলি ফিল্ডার বাবর আজমের ক্যাচে পরিণত হন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
৮৯তম ওভারে জুনায়েদ খানের বলে বোল্ড হয়ে যান মুমিনুল হক (২১)। পা না নিয়ে খেলার মাশুল দিয়ে বোল্ড হন প্রথম ইনিংসে ৮০ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান।
মোহাম্মদ হাফিজের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেয়ার আগে ২০৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন তামিম। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এটিই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতক রান করা এই ব্যাটসম্যান ভাঙেন মুশফিকুর রহিমের (২০০) রেকর্ড।
জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ (৪০)। এরপর হাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম (০)।
আসাদ শফিকের বল উড়িয়ে মারতে গিয়ে ফিরে যান সৌম্য সরকার। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩৩ রান করে ফিরেন এই ব্যাটসম্যান।
মোহাম্মদ হাফিজের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেয়ার আগে ২০৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন তামিম। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এটিই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতক রান করা এই ব্যাটসম্যান ভাঙেন মুশফিকুর রহিমের (২০০) রেকর্ড।
টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে প্রথম তিনশ’ রানের জুটি উপহার দেন তামিম ও ইমরুল। ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলে ইমরুল ফিরে গেলে ভাঙে ৩১২ রানের জুটি।
টানা তৃতীয় শতক পাওয়া তামিম পৌঁছেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রানে। টেস্টে তার আগের সেরা রান ছিল ১৫১ রান।
টেস্টে ক্যারিয়ার সেরা রান করেছেন ইমরুল কায়েসও। টানা দুই টেস্টে শতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের আগের সেরা ছিল ১৩০ রান।
টেস্টে বাংলাদেশকে প্রথম তিনশ’ রানের জুটি উপহার দিয়েছেন তামিম ও ইমরুল। এই টেস্টের আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭ রান।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিনা উইকেটে ২৭৩ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
নিজেদের প্রথম ইনিংসে ৩৩২ রান করে বাংলাদেশ। জবাবে ৬২৮ রানে অলআউট হওয়া পাকিস্তান নেয় ২৯৬ রানের লিড।