জুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৫, ১১:০৩ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে অলিরঘাট বহুমুখী যুব উন্নয়ন সমিতির আয়োজনে সাব্বির খান রিপন টিভি এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল ১ মে শুক্রবার বিকেলে গোয়ালবাড়ী ইউনিয়নের হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোয়ালবাড়ী ফুটবল একাদশ ও সাইনিং স্টার কলাজুরা নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ৩-৫ গোলে সাইনিং স্টার কলাজুরা চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অলিরঘাট বহুমুখী যুব উন্নয়ন সমিতির সভাপতি মন্তাজির আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর শহীদ খান, জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম শামীম, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, দক্ষিনভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন আহমেদ, এম.ইউ শিক্ষা সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে খেলায় আক্কাস ম্যান অব দ্যা ফাইনাল ও জাহিদ হাসান ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পায়।