মৌলভীবাজারে মহান মে দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৫, ৯:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে মৌলভীবাজারে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক শত পরিবহন শ্রমিক অংশগ্রহণে জেলা কালেক্টরেট ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ উপস্থিত ছিলেন।
এদিকে হোটেল শ্রমিক, সিএনজি অটো রিকশা শ্রমিক, চা-শ্রমিকদের সংগঠন শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালন করছে।
এছাড়া মৌলভীবাজারের বিভিন্ন সমাজতান্ত্রিক সংগঠন উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।