জুড়ীতে পাতিলা সাঙ্গন-দহপাড়া সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৫, ৮:১১ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার এলজিইডির বাস্তবায়নে পাতিলা সাঙ্গন হতে দহপাড়া পর্যন্ত ১ কি.মি সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ আলহাজ্ব শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সাগরনাল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরদেন্দু দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখরুল ইসলাম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো. শাহ-আলম প্রমুখ।
প্রধান অতিথি সরকার দলীয় হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ আলহাজ্ব শাহাব উদ্দিন ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হলে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম।