বার্মিংহামে ইসালে সাওয়াব মাহফিল ‘দি ফাউন্টেইন অব লাইট’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
বার্মিংহাম প্রতিনিধি ::
হাদিয়ে যামান শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) এর ইসালে সাওয়াব উপলক্ষে গত ২৬ এপ্রিল রবিবার যুক্তরাজ্যের বার্মিংহাম গমকুল শরীফ সেন্ট্রাল জামে মসজিদে আজিমুশ্বান মাহফিল ‘দি ফাউন্টেইন অব লাইট’ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় মাহফিল শুরু হবার কথা থাকলেও সময়ের পূর্বেই যুক্তরাজ্যের বিভিন্ন শহর ফুলতলী ছাহেব কিবলার মুহিব্বিন-মুরিদানসহ বিভিন্ন পেশার মুসুল্লিদের আগমনে মসজিদ প্রাঙ্গন কানায় কানায় ভরে ওঠে। মাহফিল বাস্তবায়ন কমিটির সুন্দর ব্যবস্থাপনায় ও সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়ে ওঠে।
মিডল্যান্ডস ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং ইউকে আল ইসলাহ’র সার্বিক সহযোগিতায় প্রতি বছর বার্মিংহামে এ মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ নাছির আহমদ এবং পরিচালনা করেন কমিটির সেক্রেটারি প্রিন্সিপ্যাল মাওলানা এম এ কাদির আল হাসান।
সভার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগে খতমে কুরআন, খতমে খাজেগানাসহ বিভিন্ন খতম সম্পন্ন করা হয়। বার্মিংহাম আল ইসলাহ’র সেক্রেটারি মাও. মো. হুসাম উদ্দিন আল হুমায়দীর পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতিয়ে আজম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন ফুলতলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র সভাপতি বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দনি চৌধুরী ফুলতলী।
সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডসের চেয়ারম্যান আল্লামা পীর সৈয়দ লাকতে হাসনাইন, হযরত আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুরাগী, আনজুমানে আল ইসলাহর ইউকে সভাপতি শায়খুল হাদিস শায়েখ মোহাম্মদ আল ফাতেহ ঘানা, বাংলাদেশের সিলেট লালবাজার মাদরাসার প্রিন্সিপ্যাল সিলেট জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাও. আব্দুল লতিফ, কাদেরিয়া ট্রাস্টের চেয়ারম্যান পীর তৈয়বুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপ্যাল মাও. সালমান আহমদ চৌধুরী, স্পেন আল ইসলাহর সভাপতি মাও. আসাদুজ্জামান, মাও. ফখরুল ইসলাম কিগলী, নর্থওয়েস্ট ডিভিশন আল ইসলাহর সভাপতিত মাও. ফখরুল হাসান লুতবা, আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ মাও. ফারুখ আহমদ, আলহাজ হাফিয সাব্বির আহমদ, কারী আব্দুল মুনতাকিম, মাও. আব্দুল মালিক লন্ডন, ইউকে আল ইসলাহর সহ-সভাপতি মাও. সাদ উদ্দিন সিদ্দিকী, কাউন্সিলর আহমেদুল হক এমবিই, মাও. আব্দুল হক নুমানী, মাও. রুকনুদ্দীন আহমদ, মাও. রফিক আহমদ, মাও. কাজী সেলিম উদ্দিন, মো মিসবাউর রহমান, মো. খুরশেদ উল হক, মো. এমদাদ হোসাইন, মাও. নুরুল ইসলাম, মাও. আবুল হাসান, মাও. রুহুল আমিন, মাও. আব্দুল জলিল, মো. আব্দুস সালাম, মো. আমিরুল ইসলাম, গাবরু মিয়া, মো. সাহাব উদ্দিন ও মা. আতিকুর রহমান।
প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী তার বক্তব্যে বলেন, একজন মানুষ মহান আল্লাহর দরবারে তাঁর বাহ্যিক সৌন্দর্য দিয়ে মূল্যায়িত হয় না। এমনকি বংশ পরিচয়ও আল্লাহর কাছে মূখ্য নয়। বরং, মানুষের চারিত্রিক গুণাবলী এবং নিয়তের পরিশুদ্ধতা মানুষকে আল্লাহর দরবারে মকবুলিয়ত করে তুলে।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ওলি আল্লাহ এবং বুজুর্গানে কেরামদের আন্দোলন ছিল সমাজের সকল অপকর্ম দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এটাই ছিল রিসালে সুমহান দায়িত্ব। আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) ইতিহাসের ধারাবাহিকতায় অন্যায়, অসত্য ও বাতিলের মোকাবেলায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার সুমহান শিক্ষা দান করেছেন। তিনি এর পাশাপাশি মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের সুমহান পথ আত্মশুদ্ধির চেতনা দিয়ে গেছেন।
আল্লামা পীর সৈয়দ লাকতে হাসনাইন বলেছেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিব (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ ওলি-আল্লাহ, দেশ-বিদেশ তথা সমগ্র বিশ্বে যাঁর লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন।
বক্তাগণ ইউকের সকল ধর্মপ্রাণ মুসলমানদের মিডল্যান্ডসে প্রতিষ্ঠিত ফ্রি-হল্ড বিল্ডিং লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স সংস্কারের জন্য সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।
মাহফিল চলকালীন ফাঁকে ফাঁকে বিশিষ্ঠ কণ্ঠশিল্পী হানিফ উদ্দিন গিলমান আহমদ, সাদিক আহমদের সুললিত কণ্ঠের নাশিদ দর্শকদের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করে।
সভাশেষে মিলাদ মাহফিলের বিশেষ মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করা হয়।