সিলেটে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫, ৫:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার ব্রাহ্মময়ী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে হঠাৎ আগুনের দেখা যায় এবং মুহূর্তেই আগুনের মাত্রা বেড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ১০টি দোকান ভস্মিভূত হয়। দোকানগুলোর মধ্যে সাতটি মুদি দোকান রয়েছে বলে জানান তারা।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অনেক মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।