তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫, ৩:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এ ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে। এ নিয়ে জনসাধারণের মাঝে অনেক আগ্রহের পাশাপাশি শঙ্কাও বিরাজ করছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন সিটি করপোরেশন নির্বাচনে ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন ভোটার ভোট দেবেন। এতে ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে তিন সিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৮ হাজার ৭৩০ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ৩০ হাজার ৭৬৪, দক্ষিণে ২৬ হাজার ৪৯৬ ও চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, তিন সিটিতে তিন ব্যাটালিয়ন (এক ব্যাটালিয়ন ৭৪১ জন) সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।