নির্বাচন বর্জন করল বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫, ৭:০২ পূর্বাহ্ণ
কারচুপি ও ভোট চুরির অভিযোগ এনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বয়কট করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই ঘোষণা দেন।
মওদুদ আহমেদ বলেন, চট্টগ্রামেও নির্বাচন থেকে আমরা সরে এসেছি। এই নির্বাচন কোনো নির্বাচন হয়নি। কী হয়েছে আপনারা সবাই জানেন। এই মুহূর্ত থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বিভিন্ন ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ব্যালটবাক্স দখল, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরেন।