মৌলভীবাজারের দক্ষিণ বাড়ন্তীতে আলোচনা সভা ও গজল সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫, ১২:৪৭ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের দক্ষিণ বাড়ন্তী বাজারে লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদ দক্ষিণ বাড়ন্তী’র ১০ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৬ এপ্রিল রোববার আলোচনা সভা ও গজল সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি মহসিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩ নং কামালপুর ইপি চেয়ারম্যান ফয়সল আহমদ, ৮ নং কনকপুর ইপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদ মৌলভীবাজারের সভাপতি আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সভাপতি রাজন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে গজল পরিবেশন করে প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক কারী হাফিজ সাইদুল ইসলাম আসাদ, হাফিজ ফরহাদ আহমদ, হোসাইন আহমদ শাহান, হাফিজ আতাউর রহমান, বাংলাদেশ আহমদিয়া শিল্পীগোষ্ঠী, ও লতিফিয়া হিফজুল কোরান শিল্পীগোষ্ঠী।