কুলাউড়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫, ১২:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় সরকার আইন ও পরিপত্র সমূহের আলোকে নারী জনপ্রতিনিধিদের রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া এ্যাডভোকেসি বিষয়ক এক কর্মশালা আজ ২৭ এপ্রিল সোমবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা প্রিপট্রাস্ট ‘অপরাজিতা’ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগীতায় কর্মশালায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেহার বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম পরিচালক মর্জিনা বেগমের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা বেগম, সাংবাদিক কল্যাণ প্রসুণ চম্পু, সেলিম আহমেদ,আব্দুল আহাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রিপট্রাস্টের সমন্বয়কারী শামীম আহমদ। এসময় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।