শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫, ৬:৪১ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বাই-সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল রবিবার সকালে টিআইবি’র ইয়েস ফ্রেন্ডস ও ইয়েস গ্রুপের উদ্যোগে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এসময় প্রায় আটশত শিক্ষার্থীকে পাঠ করানো হয় দুর্নীতিবিরোধী শপথ বাক্য ।
এর আগে সনাক কার্যালয় থেকে ইয়েস দলনেতা সৈয়দ মোত্তাকিন বিল্লাহ এর নেতৃত্বে এবং সনাক সভাপতি মো. আব্দুন নূরসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের সমন্বয়ে বাই-সাইকেল র্যালি শুরু হয়ে শ্রীমঙ্গলের মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়। অ্যাসেম্বলির সময় প্রায় আটশত শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ শেষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ উপস্থিত ছিলেন সনাক সহ সভাপতি কৃষ্ণা সুত্রধর ও দিদার আহমেদ শাহীন, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য স্বজন সমন্বয়কারি সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।
শপথ পাঠ শেষে ইয়েস ফ্রেন্ডস ও ইয়েস গ্রপের উদ্যোগে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড, সাগরদিঘি পার, পুরান বাজার, নতুন বাজার, স্টেশনরোড প্রদক্ষিণ করে দুর্নীতিবিরাধী প্রচারনা এবং দুর্নীতিবিরোধী শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও তথ্য অধিকার আইনের বিভন্ন তথ্যপত্র বিতরণ করা হয়।