মৌলভীবাজারে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫, ৮:২৬ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের গ্যালারিতে সদর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০৬ জন শিক্ষার্থীদের হাতে নগদ ৪ হাজার ৯শ টাকা করে এ বৃত্তি প্রদান করা হয়।
মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল আলীর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিঞার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র চৌধুরী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান, শিক্ষক কৃষ্ণপদ রায়, ফয়জুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পূর্বে শুধুমাত্র ছাত্রীদের বৃত্তি দেয়া হলেও এ বছর ৪০ ভাগ ছাত্রী ও ১০ ভাগ ছাত্র শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়া হচ্ছে। সদর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ৮৩জন পুরুষ ও ৬২৩জন নারী, মোট ৭০৬জন শিক্ষার্থীদের প্রত্যেককে বছরে ৪ হাজার ৯শ টাকা হারে বৃত্তি দেয়া হয়।