পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫, ৭:৫৬ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
ভাণ্ডারিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষককে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক লাঞ্চিত ও অপমানের প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে বিএসএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহসীনের নেতৃত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু হানিফ। উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল হামিদ, অর্থনীতি বিভাগের শিক্ষক ইমরান উদ্দিন, মশিউর রহমান, মাহমুদুল হাসান শাহী, মুন্নিয়া চৌধুরী, উদ্ভিদ বিভাগের শিক্ষক দিলারা আকতারসহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
বক্তারা, ভাণ্ডারিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষককে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বারা লাঞ্চিত ও অপমানিত করার তিব্র নিন্দা জ্ঞাপন করেন।