পহেলা বৈশাখে নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গীত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫, ১২:৫১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
আজ ২৬ এপ্রিল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষক শাহ আব্দুল ওদুদ, অরিজিৎ দেবরায় সাজু প্রমুখ।
বক্তারা পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় নারীদের উপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।