পহেলা বৈশাখে নারী নির্যাতনের প্রতিবাদে মাদানী কাফেলার মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫, ১১:১৭ পূর্বাহ্ণ
সংবাদাদাতা
পহেলা বৈশাখে বর্ষবরণের নামে ঢাকা সহ সারা দেশে কোমল মতি নারীদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মাদানী কাফেলা বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা এ মানববন্ধন করে।
মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা বদরুল ইসলামের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের জেলার সিনিয়রসহ সভাপতি মাওলানা হাফিজ জামিল আহমদ আনসারী, যুব জমিয়তের জেলার আহবায়ক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
সংঘঠনের সভাপতি হাফিজ মাওলানা তৈয়্যিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম, যুব জমিয়ত নেতা মাওলানা জাবির আহমদ খান, মাওলানা ওয়েছ আহমদ, মাওলানা মশাহিদ আলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মাহমুদুর রশিদ, ছাত্র নেতা সউদ বিন জামিল প্রমুখ।
বক্তারা বলেন, নববর্ষ উদযাপনের দিন যে, নগ্ন ও বেহায়াপনার অশ্লীল দৃষ্টান্ত স্থাপিত হলো তা বাংলাদেশী সংস্কৃতিকে একটি কলঙ্কিত অধ্যায়ে নিয়ে গেলো। অনেক দিন হয়ে গেলো টিভি ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনেকেই সনাক্ত করতে পারলে সরকার কেন রহস্য জনকভাবে তা পারছে না।
আমরা মাদানী কাফেলার পক্ষ থেকে পহেলা বৈশাখে ঘটে যাওয়া নারীদের উপর সকল যৌন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তারই সাথে সাথে সেই সকল নরপষুদেরকে কাল বিলম্ব না করে গ্রেফতার পূর্বক তাদেরকে কঠোর শাস্তি দিয়ে সরকার প্রমাণ করতে হবে তারা নারীদের সম্মানে বিশ্বাসী।