সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে ৬টি অবৈধ ড্রেজার জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ৯:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য আনা ছয়টি অবৈধ ড্রেজার ও দুইটি ছোট নৌকা জব্দ করা হয়েছে।
গতকাল ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে নদীর মিয়ারচর খেয়াঘাট এলাকা ও কোনাটছড়ার নয়াবাজার নদীর পাড়ে পাঠানপাড়া এবং কোনাটছড়া এলাকা থেকে এসব জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।