সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কর্মীদের দিয়ে পাহারা বসানোর ঘোষনা বিএনপি’র
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ৭:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিরোধী দল বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি এবং কেন্দ্র দখলের আশঙ্কার কথা তুলে ধরে প্রতিটি কেন্দ্রে দলীয় কর্মীদের দিয়ে পাহারার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে।
বিএনপি অভিযোগ করেছে, ঢাকায় দু’টি সিটি কর্পোরেশনে তাদের ত্রিশজন কাউন্সিলর প্রার্থী এখনও আত্মগোপনে রয়েছেন।
বিএনপি নেতারা বলেছেন, সরকারি দলের তৎপরতার কারণে ঢাকায় এবং চট্টগ্রামে বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে বিএনপির নেতা কর্মীদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হবে।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করেছে।
অপরদিকে নির্বাচন কমিশন বলেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
বিএনপির পক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ সমর্থকরা কারচুপি এবং ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটাতে পারে বলে তারা আশংকা করছেন। বিএনপির এই নেতা আরও বলেছেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে বিএনপির নেতা কর্মীদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হবে। এতে সরকার খুব একটা ক্ষতি করতে পারবে না।”
পরপর কয়েকদিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার ঘটনার প্রেক্ষাপটে একদিন বিরতি দিয়ে তিনি শুক্রবার আবার ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। তবে আজ শনিবার তিনি নির্বাচনী প্রচারণা থেকে বিরত আছেন।
বিএনপি নেতা হান্নান শাহ আরও অভিযোগ করেছেন, ঢাকায় দু’টি সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত ত্রিশ জন কাউন্সিলর প্রার্থী এখনও আত্মগোপনে রয়েছেন।
শুক্রবার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে প্রচারণা চালানোর সময় পুলিশ গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলি জানিয়েছে।
এর আগেও ঢাকায় বিএনপি সমর্থিত দুজন কাউন্সিল প্রার্থী গ্রেফতার হয়েছে।
পুরোনো মামলায় এ ধরনের হয়রানি করা হচ্ছে বলে বিএনপি অভিযোগ করেছে।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, সুনির্দিষ্ট মামলায় গ্রেফতারের ঘটনাকে বিএনপি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে।
এদিকে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেছেন, নির্বাচন বা ভোট গ্রহণ নিয়ে কোন রকম আশঙ্কার কিছু নেই।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।