রাজনগরে ম্যালেরিয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ১০:১৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
“ভবিষ্যতের বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া” এই প্রতিপাদ্য নিয়ে রাজনগর উপজেলায় পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
দিবসটি উপলক্ষে আজ ২৫ এপ্রিল শনিবার সকালে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে রাজনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাসমূহের জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ সারথি দত্ত কাননগো’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান। উপজেলার বিডিএসসি’র ম্যানেজার মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার (আরএমও) ডা. বর্ণালী দাশ প্রমুখ।