বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ৬:১৪ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউপি’র ৪নং ওয়ার্ড জামায়াত সভাপতি ওহিদ আহমদ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের বাসিন্দা আকবর আলীর পুত্র।
গতকাল ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওহিদকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যন সিরাজ উদ্দিনের বাড়ি লুটপাট ও ভাংচুর, যুবলীগ নেতা এনাম উদ্দিনকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ থানায় ১০টি মামলা রয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ওহিদ আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।