কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫, ৬:৫২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মণিপুরী ভাষা উৎসব সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ উপজেলা শাখার আয়োজনে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। পরে মণিপুরী শিক্ষার্থীদের মধ্যে মণিপুরী ভাষা, লিপি, সাহিত্য ও ইতিহাস সম্পর্কে এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ উপজেলা শাখার সভাপতি খোইরোম ইন্দ্রজিতের সভাপতিত্ব এবং হীরামনি সিনহার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমদপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ কে শেরাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম প্রমুখ।
আলোচনা সভা শেষে মণিপুরী ভাষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারর তুলে দেন অতিথিরা।