রাজনগরে ওপেন হাউজ ডে
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫, ৭:৫৯ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাল্ফ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের সচেতন মানুষ অংশ নেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা পিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার তোফায়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আছকির খান, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো. ফজলু খান, সম্পাদক কেতকী রঞ্জন ভট্টাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উল্টরভাগ ইউপি চেয়াম্যান জিতু মিয়া, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছাতির মিয়া, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ, আব্দুল কাদির মোতালেব, আব্দুন নূর,শামি আহমদ, স্বদেশ দাস, আব্দুল জব্বার, শ্রাবণী দাস তানিয়া আক্তার প্রমুখ।