প্রখ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫, ১০:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশিষ্ট ইসলামি সঙ্গীত শিল্পী, চ্যানেল আই ইউকের মদিনার সুর অনুষ্ঠানের উপস্থাপক কবি মুজাহিদুল ইসলাম বুলবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় লতিফিয়া ক্যাডেট মাদ্রাসা ওসমানী নগরের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেলে মাদ্রাসায় তার সুভাগমন ঘটলে মাদরাসার ছাত্ররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবীন, কণ্ঠশিল্পী সুলতান আহমদ, শাহীদ আহমদসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।
ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট কবি ও গীতিকার মুজাহিদুল ইসলাম বুলবুল সংবর্ধনা অনুষ্ঠানে অনুরোধের প্রেক্ষিতে একটি সঙ্গীত গেয়ে শোনান।