নবীগঞ্জে গাছ চাপায় ১ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫, ৮:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে রমজান আলী ওরফে লাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লাল মিয়া একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ের সময় বড় একটি গাছ ভেঙে লাল মিয়ার ঘরের ওপর পড়ে। এসময় গাছ ও ঘরের নিচে চাপা পড়ে লাল মিয়া আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।