চাতলাপুরে বিজিবি ও বিএসএফ সেক্টর কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫, ১১:১০ পূর্বাহ্ণ
কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকার চাতলাপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস্থাপনায় বিজিবি-বিএসএফ এর সেক্টর কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাতলাপুর চা বাগান বাংলোয় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ৪৬ ব্যাটালিয়ান সূত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির পক্ষে শ্রীমঙ্গল সেক্টর কামান্ডার মো. তরিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের সেক্টর কামান্ডার ডিআইজি শ্রী ডি কে শর্মা ও ডিআইজি শ্রী রাজিব সিনহা নেতৃত্ব দেন।
পতাকা বৈঠকে দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিবি’র পক্ষ হতে ধলাই ও খোয়াই নদীর তীর সংরক্ষণমুলক কাজ ত্বরাম্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর জন্য বিএসএফএর প্রতি অনুরোধ জানানো হয়।
পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগণ এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়ন স্টাফ অফিসারগণ অংশগ্রহণ করেন।