খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
একই থানায় পাল্টা মামলা করেছেন শাহবাগ থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাসান। অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করেছেন তিনি।
দুই মামলাতেই মামলায় ‘হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের’ অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
ভোটের প্রচারে থাকা খালেদা জিয়ার গাড়িবহর বুধবার বিকালে বাংলামোটর এলাকা পার হওয়ার সময় একদল যুবক লাঠি ও হকিস্টিক নিয়ে হামলা চালায়।
এর আগের দুই দিনও আক্রান্ত হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।