কুলাউড়ায় ইউএনও’র কাছে অবরুদ্ধ খাসিয়া পুঞ্জিবাসীর আবেদন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫, ১২:২৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়া উপজেলার ঝিমাই চা বাগান কর্তৃপক্ষ খাসিয়া পুঞ্জিবাসীকে চলাচলে বাধা প্রদানের প্রতিবন্ধকতার প্রতিকার চেয়ে অবরুদ্ধ পুঞ্জিবাসী মঙ্গলবার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। রাস্তা বন্ধ করে ফেলায় ঝিমাই পানপুঞ্জিসহ ৬ পানপুঞ্জিবাসী গত ৮ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।
ঝিমাই পানপুঞ্জিবাসীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ঝিমাই পানপুঞ্জিবাসীর সাথে চা বাগান কর্তৃপক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিরোধের অবসান না হওয়ায় ঝিমাই চা বাগান কর্তৃপক্ষ ১৮ এপ্রিল থেকে বাগানের মধ্য দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। পুঞ্জির জনসাধারনের চলাচলের এবং পুঞ্জিতে উৎপাদিত ফসলাদি, খাদ্য সামগ্রীসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে বাধা প্রদান করে। এতে ঝিমাই পানপুঞ্জিসহ পার্শ্ববর্তী পাঁচটি পুঞ্জির খাসিয়া ও গারো আদিবাসী অবরুদ্ধ হয়ে পড়েছে।
কুবরাজ আন্তঃপুঞ্জি সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, সরকারি রাস্তায় ফটক তৈরি করে জনসাধারণের চলাচলে বাধা দেওয়া এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মৌলিক অধিকার তথা মানবাধিকার লংঘনের সামিল।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান জানান, রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
পুঞ্জিবাসীরা জানান আজ মঙ্গলবার দুপুর থেকে পায়ে হেটে চলাচলে রাস্তা ব্যবহারে কোন বাধা দেওয়া হচ্ছে না। রোগী বহনকারী কিংবা পন্যবাহী যানবাহন চলাচলে চা বাগান কর্তৃপক্ষ বাধা দিচ্ছে। বাগানের মূল ফটকে ভাড়াটে মাস্তানরা অবস্থান করায় আতঙ্কিত পুঞ্জিবাসী।