কমলগঞ্জে ঝড় ও ভারি বর্ষণে আগাম বন্যায় বোরো ফসল তলিয়ে যাবার আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫, ১২:০৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে গত দু’তিন দিনের প্রবল ঝড়ে ও ভারি বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে ২৩ মি. লি. বৃষ্টি রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরো বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
জানা যায়, গত কয়েক দিনে হালকা বৃষ্টি ও গতকাল মঙ্গলবার সকালে ভারী বর্ষণে কৃষি অধ্যুষিত ধলাই, লাঘাটা নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ার পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কমলগঞ্জের রোপিত বোরো ফসল তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের সিনিয়র পর্যবেক্ষক হারুন-অর-রশীদ বলেন, গত কয়েক রাতে ভারী বৃষ্টি হচ্ছিল। তবে মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টা ২৩ মি.লি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময়ে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে টানা বর্ষনে উপজেলায় ধলাই ও লাঘাটা নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ধলাই নদীতে পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও লাঘাটা নদী ও পাহাড়ি ছড়াগুলোর দুই তীর উপচে ঢলের পানি প্রবেশ করছে ফসলি জমিতে। ফলে মাঠে রোপিত বোরো ধান তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন বলেন, বৃষ্টিপাতে কৃষি ক্ষেত্রে উপকার হবে। তবে আবারো ভারী বর্ষণ ও নদ নদীর পানি বাড়তে থাকলে বোরো ফসল তলিয়ে যাওয়াসহ আগাম বন্যার আশঙ্কা রয়েছে।