গুলি বিনিময়, ওসি সহ আহত ৪
মৌলভীবাজারে দেশিয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫, ৪:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে রোববার রাত সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তখন পুলিশের সাথে ডাকাত দলের ৯ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪ জন আহত হন। উদ্ধার করা হয় পাইপগানসহ বেশ কিছু দেশিয় অস্ত্র।
পুলিশ জানায়, সূত্র মাধ্যমে জানতে পারে সদর উপজেলার শাহবন্দর এলাকার এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে রোববার রাতে ডাকাতির পরিকল্পনা করেছে একটি ডাকাতচক্র। মৌলবীবাজার মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার সিরাজুল হুদার নেতৃত্বে রোববার রাত ১১টায় শহরের কুসুমবাগ এলাকায় ওৎ পেতে থাকেন পুলিশের চারটি দল। রাত সাড়ে ১১টার দিকে ডাকাত দল একটি পেট্রোল পাম্প থেকে তাদের ব্যবহৃত যানবাহনে তেল নিতে আসে। এ সময় অভিযান চালায় পুলিশ। তখন পুলিশ ডাকাত ৯ রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাত দলের ৭ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ছালেকসহ তিন জন পুলিশ সদস্য এবং ডাকাত দলের এক সদস্য আহত হন ।
আটককৃত ডাকাতদের নিকট থেকে ১টি দেশিয় পাইপগান, ৬টি রামদা, ১টি চাপাতি, ২টি পিন কার্টার, ১টি বড় গ্রিল কাটার, ২টি ছুরি ও ৭পিচ কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার (এএসপি) সিরাজুল হুদা জানান, মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় একটি যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্ততি কালে তাদের আটক করা হয়েছে।