শাবি উপাচার্যের অসদাচরণের প্রতিবাদে ৩৭ টি প্রশাসনিক পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫, ৬:৪৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের সঙ্গে উপাচার্যের অসদাচরণের প্রতিবাদে ৩৭ টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন ৩৫ জন শিক্ষক।
আজ ২০ এপ্রিল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল জানান, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে উপাচার্যকে পদত্যাগের জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পদত্যাগ না করায় আমরাই প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভুঁইয়া তার পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় থেকে বলেন, ‘আশা করছি যেসব শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা তা প্রত্যাখ্যান করে নিবেন।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ৪৩টি প্রশাসনিক পদ রয়েছে। এর মধ্যে ৩৭টি পদ থেকে পদত্যাগ করলেন শিক্ষকরা।