বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা: আহত ১০
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫, ৬:১৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে অন্তত ১০জন বাস যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার বিকাল ৪টার দিকে উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১৯ এপ্রিল রোববার ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো: ব-১৪-৪৫৭৮) শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। বিকাল ৪টার দিকে বাসটি উপজেলার কাঁঠালতলী এলাকায় পৌঁছালে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের ভিতরে থাকা কমপক্ষে অন্তত ১০জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাস দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন।